দ্য ওয়াল ব্যুরো: একটি সুবিশাল পাকঘরে রান্নাবান্না করছেন এক যুবক। সাধারণ পোশাক, মুখে হালকা হাসি, চারপাশে কর্মচঞ্চল লোকজনের ভিড়। দ্রুতগতিতে বানানো হচ্ছে খাবারদাবার। খুব সাধারণ একটি ভিডিওয় ওই যুবককে দেখে প্রথমেই অনেকের চোখ কপালে। ইনি কি বিরাট কোহলি!
দ্য ওয়াল ব্যুরো:বর্তমানে ভারতেই রয়েছেন বিশ্ব ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি। নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছেন আইপিএল ২০২৫ (IPL 2025)। আসলে ভারতকে নিজের দ্বিতীয় ঘর বলেই মনে করেন
দ্য ওয়াল ব্যুরো:প্রতিবারই দুরন্ত দল গড়ে আরসিবি (RCB)। কিন্তু কোনওবারই চ্যাম্পিয়ন হওয়া হয়ে ওঠে না। সেই ২০০৮ সাল থেকে এই ধারা চলে আসছে। তবে, আইপিএল ২০২৫-এ (
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি অবসর (Virart Kohli Retirement) নিয়েছেন টেস্ট ক্রিকেট (Test Cricket) থেকে—একথা তামাম ক্রিকেটমোদীর কিছুতেই বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসীর দলে রয়েছেন এক খুদে ভক্তও। নাম হিনায়া (Hinaya)। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংয়ের (Harbhajan Singh) মেয়ে। বিষয়টা হজম করতে তার এতটাই কষ্ট হচ্ছে যে, থাকতে না পেরে বাবার মোবাইল থেকে মেসেজ পর্যন্ত পাঠিয়েছে। জবাবও এসেছে চটজলদি। সহাস্য বিরাট লিখেছেন—‘সোনা, এটাই অবসর নেওয়ার সময়!’
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি একটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯০০০ রানের সীমা অতিক্রম করলেন। ২৭ মে, আইপিএল ২০২৫-এ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে বিরাট কোহলি এমন একটি রেকর্ড গড়েছেন, যা আগে কেউ করেননি। তিনি এক ফ্র্যাঞ্চাইজির হয়ে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। মাত্র ২৪ রান করলেই হতো, যা তিনি সহজেই পূরণ করলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে এই রানের জন্য সবাই তাঁকে অভিনন্দন জানাচ্ছে।