দ্য ওয়াল ব্যুরো: ফর্ম ছেড়ে গিয়েছে। কেরিয়ারের উপান্তে এসে পৌঁচেছেন। তারপরেও স্রেফ প্রাসঙ্গিক থাকার জন্য কিংবা উপার্জনের কথা ভেবে খেলে যান কেউ কেউ। অনেক কিংবদন্তি ক্রিকেটার এই পথের পথিক।
টি-২০-তে ইমপ্যাক্ট প্লেয়ার (Impact Player) আইনসিদ্ধ হয়েছে। যার অর্থ: কুড়ি ওভারের ম্যাচের পুরোটা মাঠে থাকার দরকার নেই। যখন যেমন প্রয়োজন, বোলার হলে স্রেফ বোলিংয়ের সময়, ব্যাটসম্যান হলে ব্যাটিং করতে ময়দানে নামলেই চলবে। বাকি সময় ডাগ আউটে বসে থাকো, দূর থেকে লড়াই দেখো।
#REL