দ্য ওয়াল ব্যুরো: স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় মধ্যপ্রদেশের প্রৌঢ়াকে। হাইকোর্টে (Madhya Pradesh High Court) নিজের পক্ষে নিজেই সওয়াল করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন প্রাক্তন রসায়নের অধ্যাপিকা (Chemistry Professor Used Science To Explain Husband's Death)। দিয়েছিলেন বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলেন না। খুনের অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত।