দ্য ওয়াল ব্যুরো: রাজা রঘুবংশীর হত্যাকাণ্ডে উঠে এল এক নতুন নাম- সঞ্জয় বর্মা (Sanjay Berma)। মেঘালয়ে হানিমুনে গিয়ে খুন হয়েছেন ইন্দোরের ব্যবসায়ী (Raghu Raghuvanshi Murder Case)। স্ত্রী সোনম রঘুবংশী, তাঁর প্রেমিক রাজ কুশওয়াহা-সহ আরও তিনজনকে আগেই গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় প্রথমবার সঞ্জয়ের নাম সামনে এল।
তদন্তে নেমে পুলিশের একটি কল রেকর্ড পেয়েছে। এর থেকে জানা গিয়েছে, ১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সোনম ও সঞ্জয় ১১৯ বার ফোনে কথা বলেছেন। বিয়ের আগে দুজনের ঘন ঘন যোগাযোগ সন্দেহ তৈরি করছে। বর্তমানে সঞ্জয়ের ফোন বন্ধ রয়েছে।
#REL