দ্য ওয়াল ব্যুরো: ২০১০ সালের ঘটনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি আর্জেন্তিনা-জার্মানি (Argentina vs Germany)। লড়াইয়ের আগে প্রেস কনফারেন্স। সেখানে প্রতিপক্ষ দলের টমাস মুলারের (Thomas Muller) পাশে বসতে রাজি হননি আর্জেন্তিনীয় ম্যানেজার দিয়েগো মারাদোনা (Diego Maradona)। মুলারকে তিনি ভুল করে বল বয় ভেবেছিলেন। তিনি বসবেন বল বয়ের পাশে! প্রস্তাব শোনা মাত্র নাকচ। সম্মানে লেগেছিল দিয়েগোর।
দ্য ওয়াল ব্যুরো: পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দেশ। সাম্বার তালে সবুজ গালিচায় যুগের পর যুগ ধরে ফুল ফুটিয়ে বিশ্ব ফুটবলকে মাতিয়ে রেখেছে ব্রাজিল। কিন্তু ২০০২ সালে সেই যে বিশ্ব চ্যাম্পিয়ন (2002 World Cup Champion)
দ্য ওয়াল ব্যুরো: ২০১৪ সালের বিশ্বকাপ। মুখোমুখি পর্তুগাল-জার্মানি। একদিকে রোনাল্ডো, অন্যদিকে টনি ক্রুজ। দুই দলে তারকার ছড়াছড়ি হলেও দুনিয়ার তামাম ফুটবলপ্রেমী পর্তুগিজ সুপারস্টার ক্যারিশমা দেখার জন্যই টিভির পর্দায় চোখ রেখেছিলেন। কিন্তু ওইদিন সব্বাইকে নিরাশ করে জ্বলে ওঠেন ছিপছিপে অথচ সুঠাম দেহের জার্মান মিডফিল্ডার। পর্তুগালকে একা হাতে ধ্বংস করেন তিনি।
খেলা যখন শেষ হয়, তখন সেই খেলোয়াড়ের নামের পাশে লেখা হ্যাটট্রিক! দলকে শুধু ওই ম্যাচ নয়, বিশ্বকাপ জিতিয়ে নায়কের মর্যাদা অর্জন করেছিলেন টমাস মুলার।