দ্য ওয়াল ব্যুরো: দু’জন মহাতারকা। দু’জনই সময়ের সেরা। তবু এক জায়গায় লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আলাদা করে রাখে ইতিহাস নিজেই। একজন এমন এক দেশকে বিশ্বফুটবলের মানচিত্রে তুলেছেন, যারা আগে কখনও জয়ের স্বাদ পায়নি; আরেকজন ফিরিয়ে এনেছেন এমন এক দেশের গৌরব, যাদের ঝুলিতে আগে থেকেই ট্রফির পাহাড়।
রোনাল্ডো দেশকে পালটে ফেলেছেন। মেসি বদলে দিয়েছেন খেলার সংজ্ঞা।
আসলে দু’জনকে তুলনা করা মানে আপেল আর কমলা মাপা! একই ফল নয়, অথচ দুটোই স্বাদে অনন্য। তবু সময়ের তাগিদে একটা প্রশ্ন আজও ঘুরেফিরে আসে—জাতীয় দলের সাফল্যে কে বেশি ছাপ ফেলেছেন? উত্তরটা হয়তো সংখ্যায় নয়, গল্পে লুকিয়ে।