দ্য ওয়াল ব্যুরো: প্রায় আড়াই বছর পর ফের নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে এফসি বার্সেলোনা (FC Barcelona)। ক্লাবের ঘরোয়া ঠিকানা স্পটিফাই ক্যাম্প ন্যু (Spotify Camp Nou) নতুন সাজে প্রস্তুত। আর সেই স্টেডিয়ামেই শনিবার লা লিগার (La Liga) ম্যাচে প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও (Athletic Bilbao)। ক্লাবের তরফে আনুষ্ঠানিক ঘোষণা—২২ নভেম্বর বিকেল ৪টা ১৫–তে ঘরে ফিরছে বার্সা!