দ্য ওয়াল ব্য়ুরো, পূর্ব বর্ধমান: ট্রেনের ইঞ্জিনের ভিতরে ঢুকে গেল রেল কর্মীর হাত। দীর্ঘক্ষণ স্টেশনে দাঁড়িয়ে রইল ডাউন বর্ধমান হাওড়া লোকাল। শুক্রবার সাত সকালে বর্ধমান-হাওড়া মেন শাখার মেমারি স্টেশনের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘন্টা দুয়েক ডাউন বর্ধমান হাওড়া লোকাল আটকে থাকে মেমারি স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে।