দ্য ওয়াল ব্যুরো: নিউ গড়িয়ায় (New Garia) বৃদ্ধাকে খুনের (Old Woman Death) ঘটনায় গ্রেফতার করা হয়েছে পরিবারের পরিচিত আয়া এবং তাঁর এক পুরুষ সঙ্গীকে। শনিবারই তাদের তোলা হয়েছে আদালতে। আর ইতিমধ্যে এক সিসিটিভি ফুটেজকে (CCTV Footage) কেন্দ্র করে শুরু হয়েছে চর্চা। আবাসনের ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে দুই অভিযুক্ত।