দ্য ওয়াল ব্যুরো: জমি ঘিরে ঝামেলার জেরে ৭ জন মিলে এক যুবককে প্রকাশ্যে দিনের আলোয় কুপিয়ে হত্যা করল। কর্নাটকের কোপ্পল জেলার একটি দোকানের ভিতরে ঘটেছে এই নৃশংস ঘটনা। ৩১ মে দিনের বেলায় পুরো ঘটনার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম চেনাপ্পা নারিনাল। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, নারিনাল দৌড়ে বেকারি দোকানের ভিতরে ঢুকছেন প্রাণ বাঁচাতে। কয়েকজন তাঁকে মারধর করছিল। বেকারির ভিতরেই অন্তত দু'জন ধারাল অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে। আরেক জন তাঁর মাথায় আঘাত করেন একটি মোটা কাঠের লাঠি দিয়ে।
#REL