দ্য ওয়াল ব্যুরো: দেশে-বিদেশে প্রবল সমালোচনার মুখে শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahaman)-সহ স্বাধীনতা যুদ্ধের প্রথমসারির সংঘঠকদের ‘মুক্তিযোদ্ধা’ (Mukti Yodhhya) বলে মানতে বাধ্য হল মহম্মদ ইউনুসের সরকার (Md Yunus government)। অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বুধবার দুপুরে বলেন, মুজিবনগর সরকারের (Mujin nagor government) যাঁরা ছিলেন, তাঁরা সবাই মুক্তিযোদ্ধা। তবে মুজিবনগর সরকারের কর্মকর্তা-কর্মচারীরা ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে বিবেচিত হবেন। এই ভাগাভাগিতে অবশ্য মর্যাদাহানী এবং সরকারি সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও বিভাজন হবে না।