দ্য ওয়াল ব্যুরো: স্টেশনের প্ল্যাটফর্মেই শুরু হল প্রসবযন্ত্রণা, হাসপাতালে পৌঁছনোর সময় ছিল না। সেই পরিস্থিতিতে ঝাঁসি স্টেশনে সেনাবাহিনীর এক চিকিৎসকের উপস্থিত বুদ্ধি ও সাহসিকতায় একটি কন্যাসন্তানের জন্ম হল শনিবার দুপুরে।
দ্য ওয়াল ব্যুরো: এক পা ফেললেই আর ফেরা হত না। চলন্ত ট্রেনের ফাঁকে পা পিছলে পড়ে যাচ্ছিলেন এক মহিলা। ঠিক সেই সময় মৃত্যু থেকে তাঁকে টেনে বের করে আনলেন রেল পুলিশের কনস্টেবল পূনম কুমারী। ঘটনাটি ঘটেছে দিল্লির সাহাদরা রেলওয়ে স্টেশনে, বুধবার রাত ১১টা ২০ মিনিট নাগাদ।
১৪১১৮ কালিন্দি এক্সপ্রেস তখন সাহাদরার ৩ নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছিল। সেই সময় বেশ কয়েকজন যাত্রী দৌড়ে উঠতে যান ট্রেনে। তাঁদের মধ্যে ছিলেন ওই মহিলা। ওঠার সময় চলন্ত ট্রেনের সঙ্গে ভারসাম্য হারিয়ে ফাঁকে পড়ে যাচ্ছিলেন তিনি।
দ্য ওয়াল ব্যুরো: ট্রেন ছাড়ার আট ঘণ্টা আগেই রিজারভেশন চার্ট (Reservation chart) বা সংরক্ষিত যাত্রীদের তালিকা তৈরি করার সিদ্ধান্ত নিল রেল। এতদিন এই তালিকা তৈরি হত যাত্রার চার ঘণ্টা আগে। রেল মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ধাপে ধাপে এই নতুন নিয়ম কার্যকর করা হবে, যাতে যাত্রী পরিষেবায় কোনওরকম বিঘ্ন না ঘটে।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যেই রেল বোর্ডকে এই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, দুপুর ২টোর আগে যেসব ট্রেন ছাড়বে, সেগুলির তালিকা তৈরি হয়ে যাবে আগের দিন রাত ৯টার মধ্যেই।
দ্য ওয়াল ব্যুরো: আর কয়েকটা দিন। আগামী মাস থেকে বেড়ে যাচ্ছে ট্রেনের ভাড়া (Train Fare)। রেল মন্ত্রক সূত্রে খবর, ১ জুলাই থেকে মেল ও এক্সপ্রেস ট্রেনের নন-এসি ক্লাসে প্রতি কিমিতে এক পয়সা এবং এসি ক্লাসে দুই পয়সা বাড়তি ভাড়া দিতে হবে যাত্রীদের। ভারতীয় রেলের (Indian Railways) তরফে জানান হয়েছে, গত ১২ বছরে সবথেকে কম ভাড়া বৃদ্ধি হচ্ছে।
দ্য ওয়াল ব্যুরো: তৎকাল টিকিট বুকিং (Tatkal Ticket) নিয়ে যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগের পর কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল (Indian Railways)। আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম। রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার ই-অথেনটিকেশন (Aadhar Authentication) বাধ্যতামূলক করা হচ্ছে। অর্থাৎ আধার নম্বর ছাড়া আর তৎকাল টিকিট বুকিং করা যাবে না।
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সবচেয়ে উঁচু রেল সেতু—জম্মু-কাশ্মীরের চেনাব রেলব্রিজ (Chenab Bridge) উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। গোটা দেশ যখন এই অসাধ্যকে সাধন করার সাফল্যে উচ্ছ্বসিত, তখন এই সেতু তৈরির নেপথ্যে থাকা অন্যতম মুখ বলছেন, ‘অনুগ্রহ করে আমাকে অহেতু বিখ্যাত করবেন না।’
দ্য ওয়াল ব্যুরো: বিশ্বের সর্বোচ্চ রেল সেতু হিসেবে স্বীকৃত চেনাব ব্রিজের উদ্বোধন হবে শুক্রবার। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক আগের দিন বৃহস্পতিবার, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সেটির পরিদর্শনে যান। চেনাব ব্রিজ ছাড়াও তিনি অঞ্জি ব্রিজও পরিদর্শন করেন যা ভারতের প্রথম ঝুলন্ত রেল সেতু।
এই দুই সেতু বানানো হয়েছে উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল প্রকল্প (USBRL)-এর অংশ হিসেবে। এর ফলে কাশ্মীর উপত্যকার সঙ্গে সারা বছর ধরে রেলপথে যোগাযোগ থাকবে জম্মুর এবং দেশের বাকি অংশের। আগে যেখানে বরফ বা খারাপ আবহাওয়ার জন্য যোগাযোগ বন্ধ থাকত, এবার তা হবে না।
দ্য ওয়াল ব্যুরো: হাওড়া-পুরী বন্দে ভারত (Howrah-Puri Vande Bharat Exp) ট্রেনে ঘটে গেছে মারাত্মক ঘটনা। এক যাত্রী অসুস্থ হয়ে মৃত্যুর কোলে (Death) ঢোলে পড়েন। আর এই ঘটনায় রেলের (Indian Railways) বিরুদ্ধে বিরাট অভিযোগ করেছেন সহযাত্রীরা। তাঁদের দাবি, সাহায্য চেয়েও কারও দেখা মেলেনি। টিটিই থেকে শুরু করে রেলের বাকি কর্মীরাও এগিয়ে আসেননি। সকলের দায়সারা মনোভাবের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। অনেকেই বলছেন, রেলের সহযোগিতা পেলে হয়তো ওই যাত্রীকে বাঁচানো যেত।