দ্য ওয়াল ব্যুরো: গত ৪ জুন বেঙ্গালুরুর (Bengaluru) চিন্নাস্বামী স্টেডিয়ামের (Chinnaswami Stadium) বাইরে পদপিষ্ট (Bengaluru Stampede) হয়ে ১১ জন আরসিবি (RCB) অনুরাগীর মৃত্যুর ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বললেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকার (Sunil Gavaskar)। কিন্তু এই দুঃখের মূলে রয়েছে বহু বছরের স্বপ্নভঙ্গের যন্ত্রণা। এই নজরেই দুর্ঘটনাকে দেখতে চাইলেন ক্রিকেট কিংবদন্তি।
#REL