দ্য ওয়াল ব্যুরো: লজ্জার হার। অপ্রত্যাশিত বিপর্যয়। তাসের ঘরের মতো পাকিস্তানের (Pakistan) ব্যাটিং লাইন আপের ভেঙে পড়াকে এর চাইতে অন্যভাবে ব্যাখ্যা করা যায় না।
ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে সিরিজ নির্ধারণী ম্যাচে মাত্র ৯২ রানে গুটিয়ে গেল বাবর আজমের (Babar Azam) দল। জয়ের জন্য ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দাঁড়াতেই পারল না পাক ব্রিগেড। ২০২ রানের বিশাল জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। পেল ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ৩৪ বছর পর দ্বিপাক্ষিক একদিনের সিরিজ জয়ের স্বাদ!
দ্য ওয়াল ব্যুরো: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell Retirement))। ঘরের মাঠ সাবিনা পার্কেই (Sabina Park) জাতীয় দলের জার্সি গায়ে নামতে দেখা যাবে আধুনিক ক্রিকেটের অন্যতম চর্চিত পিঞ্চহিটারকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে দলে জায়গা পেলেও পুরো টুর্নামেন্ট খেলবেন না। প্রথম দুই ম্যাচের ভেন্যু জামাইকার সাবিনা পার্ক। যেখানে ছেলেবেলায় ক্রিকেটের হাতেখড়ি। অনুরাগীদের সেখানেই আলবিদা জানাবেন তিনি।
দ্য ওয়াল ব্যুরো: এক বছর আগের কথা। আজকের দিন, ২৯ জুন, বার্বাডোজে টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। দলের অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। চলতি বছর টেস্ট ক্রিকেটকে অবসর জানিয়েছেন। যে বিদায় অনেকের চোখে অপ্রত্যাশিত, অনেকের কাছে বিতর্কিত।
লাল বলের ক্রিকেটে কোণঠাসা অবস্থায় থেকে বিদায় নিলেও টি-২০-কে মাথা উঁচু করেই আলবিদা জানান রোহিত। বিশ্বকাপ জিতেছিল ভারত। কেটেছিল ১১ বছর কোনও আইসিসি টুর্নামেন্ট না জেতার খরা। টুর্নামেন্টে ছন্দে ছিলেন অধিনায়কও। ফলে সবমিলিয়ে চব্বিশের বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়া ও রোহিত শর্মার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
দ্য ওয়াল ব্যুরো: সবাইকে অবাক করে মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর (Nicholas Pooran Retiremnent) নিলেন ওয়েস্ট ইন্ডিজের (West Indies) ব্যাটসম্যান নিকোলাস পুরান (Nicholas Pooran)। টি-২০ (T-20) তো বটেই, ওয়ান ডে (ODI) ক্রিকেটেও তিনি দেশের জার্সিতে একাধিক ম্যাচ খেলেছেন, দায়িত্ব পেয়েছেন দলকে নেতৃত্ব দেওয়ার। সম্প্রতি আইপিএলের (IPL) ময়দানেও দেখা গিয়েছে। খেলেছেন লখনউ সুপার জায়ান্টসের (LSG) হয়ে। টিম ছন্দে না থাকলেও দুরন্ত ব্