দ্য ওয়াল ব্যুরো: যুব ভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuva Bharati Krirangan) সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা (Public Interest Litigation)। বিষয়টি ঘিরে প্রশাসনিক স্তরে যেমন তৎপরতা বেড়েছে, তেমনই আইনি ময়দানেও শুরু হয়েছে জোরদার টানাপোড়েন। ঘটনার গুরুত্ব ও জনস্বার্থের প্রশ্নে আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবীরা।
এই মামলার জন্য আবেদন করেন আইনজীবী বিল্লদল ভট্টাচার্য (Billadal Bhattacharya)। আবেদন খতিয়ে দেখে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (Acting Chief Justice) সুজয় পাল (Sujoy Paul) মামলা দায়েরের অনুমতি দেন।