দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে ৪৮টি দল খেলবে—কিন্তু তাতে জায়গা হয়নি বহু পরিচিত ফুটবল দেশের। ইউরোপ, আফ্রিকা, এশিয়া, কনকাকাফ—সব মহাদেশেই কয়েকটি বড় নাম ছিটকে গেছে।
এদিকে ৪২টি দল ইতিমধ্যেই মূল পর্বে পৌঁছে গেলেও বাকি ৬টি স্থান নির্ধারিত হবে আগামী মার্চের প্লে–অফ এবং আন্তঃমহাদেশীয় প্লে–অফে। সেই আবহে নজর এখন বাদ পড়া দলগুলোর তালিকায়—যেখানে রয়েছে একদিকে ঐতিহ্যবাহী ফুটবল নাম, অন্যদিকে জনবহুল দেশও।
কারা যাচ্ছে না ২০২৬ বিশ্বকাপে?