দ্য ওয়াল ব্যুরো: "আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে। কিন্তু এটুকু বলে রাখছি, আল্লা আছেন। মেরে ফেললেও মসজিদ আমি তৈরি করেই ছাড়ব।" প্রাণনাশের হুমকির পরও বেলডাঙার (Beldanga) মরাদিঘি এলাকায় মসজিদের শিলান্যাস করেছিলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক এবার নিজের নিরাপত্তার খাতিরে আট আটজন নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরছেন। সূত্রের খবর, ওই বাউন্সারদের সকলেই আসাদউদ্দিন ওয়েইসির হায়দরাবাদ থেকে এসেছেন।