দ্য ওয়াল ব্যুরো: শনিবার যুবভারতীতে যে কাণ্ডটা ঘটেছে, তার জন্য নিঃসন্দেহে মুখ পুড়েছে বাঙালির (Messi Kolkata)। মেসিকে (Kolkata Messi) ঘিরে ছবি তোলার মতো আদেখলাপনা, মেসির গায়ের সঙ্গে নেতা-মন্ত্রী, হর্তা-কর্তাদের সেঁটে থাকার কারণে প্রিয় ফুটবলারকে এক চুলও দেখতে পারেননি কাড়ি কাড়ি টাকা কেটে গ্যালারি ভরানো দর্শকরা। কিংবদন্তিকে দেখার সুযোগ তো আর বারবার আসে না (Messi News)। এ যেন হ্যালির ধূমকেতু। তবে, বিরোধী দলনেতা যেন একটা শর্তসাপেক্ষে চ্যালেঞ্জ নিয়ে ফেললেন। জানালেন, বাংলার মানুষ যদি বিজেপিকে জেতায়, তাহলে মেসিকে আবার কলকাতায় আনার ব্যবস্থা করবেন (Lionel Messi)।
#REL