দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi) পর এবার চণ্ডীগড় (Chandigarh)। ফের চর্চায় ‘শীশমহল’ (Sheeshmahal)। অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) পাঞ্জাব সরকারের (Punjab) তরফে নাকি ‘বিলাসবহুল নতুন বাংলো’ বরাদ্দ হয়েছে - এই অভিযোগে সরব বিজেপি (BJP)। পাল্টা, এই অভিযোগকে ‘গাঁজাখুরি’ বলে নস্যাৎ করল আম আদমি পার্টি (AAP)।