দ্য ওয়াল ব্যুরো: ৯ অগস্ট নবান্ন অভিযানকে (Nabanna Abhijan) কেন্দ্র করে একাধিক বিজেপি (BJP) নেতার বিরূদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছিল। অশোক দিন্দার আগাম জামিন মঞ্জুর হলেও বিচারাধীন অর্জুন সিং-সহ বেশ কয়েক জন। সেই মামলায় পুলিশের পক্ষ থেকে সাক্ষ্যগ্রহণ করার জন্য নোটিস পাঠানো হয় সজল ঘোষকে (Sajal Ghosh)। সাক্ষ্য না নিয়ে, জেরা করা হতে পারে বলে আশঙ্কা বিজেপি নেতার। আর তাই, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সজল। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে দ্রুত মামলার শুনানির আর্জি তাঁর আইনজীবীর।