দ্য ওয়াল ব্যুরো: সাইবেরিয়ার জমাট জমি ফাটল ধরিয়ে যেন খুলে যাচ্ছে পৃথিবীর গোপন দরজা। স্থানীয়রা যাকে বলেন ‘গেটওয়ে টু আন্ডারওয়ার্ল্ড’, বিজ্ঞানীরা নাম দিয়েছেন, ‘মেগা স্লাম্প’। রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বাটাগাইকা ক্রেটার। আয়তনে এক কিলোমিটারের বেশি। আর সেটি ক্রমশ বড় হচ্ছে। যেভাবে গলছে সাইবেরিয়ার পারমাফ্রস্ট, তাতে উদ্বিগ্ন নাসা-সহ বিশ্বের নানা দেশের গবেষকরা।