দ্য ওয়াল ব্যুরো: চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের ঠিক আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, আমেরিকা ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করবে। এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে তৈরি হয় চাঞ্চল্য। পাঁচ দিন পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও নিজের নিরাপত্তা পরিষদকে পারমাণবিক পরীক্ষার প্রস্তুতি নিতে নির্দেশ দেন। ফলে ফের আশঙ্কা তৈরি হয়েছে বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা ঘিরে।