দ্য ওয়াল ব্যুরো: আগামী ৬ ও ৭ ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিও-তে (Rio de Janeiro, the capital of Brazil) অনুষ্ঠিত হতে চলেছে ব্রিকসসের (BRICS) শীর্ষ সম্মেলন। ভারত (India) ছাড়াও ব্রাজিল (Brazil), রাশিয়া (Russia), চিন (China), দক্ষিণ আফ্রিকা (South Africa) -সহ দশটি দেশ এই আন্তর্জাতিক মঞ্চের সদস্য। ব্রাজিলের সম্মলনে ভারতের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।