দ্য ওয়াল ব্যুরো: অমদাবাদে বিমান ভেঙে পড়ার আগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-কে যে বিপদাবার্তা পাঠানো হয়েছিল, তার পোশাকি নাম 'মে ডে কল'। তথ্য অনুযায়ী, পাইলটের কাছ থেকে বিপদবার্তা পেয়ে এটিসি যোগাযোগের চেষ্টা করে। কিন্তু আর যোগাযোগ করা যায়নি। তার পরই বিমান ভেঙে পড়ার খবর জানাজানি হয়। এরপর থেকেই আলোচনা শুরু হয়েছে 'মে ডে কল' নিয়ে। এমনই পাঁচ বিপদ সঙ্কেতের একটা ধারণা দেওয়া হল।