দ্য ওয়াল ব্যুরো: দুপুরের খাবার সবে শুরু হয়েছিল। হস্টেলের ডাইনিং হলে পড়েছিল গরম ভাত, ডাল, তরকারি। কিন্তু আর খাওয়া হল না। কারণ আচমকাই এক প্রমত্ত আগুনের গোলা ছিন্নভিন্ন করে দিল সেই হস্টেল। আজ দুপুরে আমদাবাদের বি.জে. মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে ধাক্কা মারে এয়ার ইন্ডিয়ার বিমান AI-171, যাতে ছিলেন ২৪২ জন যাত্রী। বহু মৃত্যু নিশ্চিত হয়েছে, আহত অনেক। ঘটনার জেরে এলাকা জুড়ে নেমেছে হাহাকার।