দ্য ওয়াল ব্যুরো: সোমবার ভোররাতে দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে 'মান্থা'। বর্তমানে এটি এগচ্ছে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে। মঙ্গলবার অর্থাৎ ২৮ অক্টোবর একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সন্ধে বা রাতে ‘মান্থা’ আছড়ে পড়বে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায়। ল্যান্ডফলের সময় সর্বোচ্চ বায়ুর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত।