দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, আবহাওয়ার খামখেয়ালিতে বিপর্যস্ত গোটা রাজ্য (West Bengal)। উত্তরবঙ্গে টানা বৃষ্টিতে একাধিক জায়গায় ধস নেমেছে, ডুয়ার্সের বহু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ৪৫০ মিলিমিটার ছাড়িয়েছে। তিস্তা, তোর্সা, জলঢাকা— সব নদীই ফুঁসছে। কোথাও ভেসে গিয়েছে সেতু, কোথাও ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। মৃত্যু সংবাদও আসছে একের পর এক।