দ্য ওয়াল ব্যুরো: চতুর্থীর সকালের ঝলমলে রোদ দ্বিগুণ করে দিয়েছিল দুর্গাপুজোর আনন্দ। অনেকেই ভেবেছিলেন, বৃষ্টি-বাদল পার করে এবার হয়তো আকাশের মুখে হাসি ফুটল (DurgaPuja weather)। কিন্তু দুপুর গড়াতেই সে হাসি মিলিয়ে গেল। কালো হয়ে এল আকাশ (kolkata weather update)। নামল ধুম বৃষ্টি। আবার চারদিকে জল জমে যাওয়ার ভয়, উৎসবের আনন্দ তছনছ হয়ে যাওয়ার আশঙ্কায় নগরবাসী।
আগে থেকেই আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস ছিল, শুক্রবার সকালে আকাশ পরিষ্কার থাকলেও দুপুরের পর বাড়বে মেঘ। বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ। সেটাই ঘটল বাস্তবে।
#REL