দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো শেষ। শুক্রবার থেকে আবারও শহরবাসী কাজে ফিরলেন পুরোদমে। পুজোর ভিড় সামলাতে সপ্তমী, অষ্টমী ও নবমীর রাতে টানা মেট্রো চলেছে, বদলেছে সময়। এবার শুরু স্বাভাবিক সময়ে পরিষেবা দেওয়া।
মেট্রোর পরিসংখ্যান অনুযায়ী, পঞ্চমী থেকে নবমী পর্যন্ত মোট ৪৩.৬ লক্ষ যাত্রী পরিষেবা নিয়েছেন। দশমীর হিসাব এখনও যোগ হয়নি। তবে অনেকের প্রশ্ন, একাদশী থেকে কীভাবে মেট্রো চলবে। প্রথম মেট্রো কখন ছাড়বে? লাস্ট মেট্রো বা শেষ ট্রেন কত রাতে মিলবে? এই নিয়েই বিস্তারিত জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
#REL
ব্লু লাইনের পরিষেবা