দ্য ওয়াল ব্যুরো: উৎসবের আমেজে ইতিমধ্যেই ভিড় জমেছে শহরের রাস্তায়। পুজো মণ্ডপে আলোর ঝলকানি, ঢাকের তালে বাঙালির উচ্ছ্বাস তুঙ্গে। আর ঠিক সেই সময়েই আবহাওয়া অফিসের খবর (Weather Update)— আসছে নিম্নচাপ! ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে চলবে ঝড়বৃষ্টি (Durga Puja, Sashti to Dasami heavy rain)।