দ্য ওয়াল ব্যুরো: মুহূর্তটা সিনেম্যাটিক। ফ্রিজ ফ্রেমে ফুটবলের অনুপম ভাস্কর্য!
৮২ মিনিটে অ্যানফিল্ড স্তব্ধ, টানটান রুদ্ধশ্বাসে গ্যালারিজুড়ে পিনপতনের নীরবতা। দূরত্ব প্রায় ৩২ গজ। সামনে দাঁড়িয়ে কড়া শৃঙ্খলায় সাজানো রক্ষণের দেওয়াল। গোলের তোরণ পাহারায় ডেভিড রায়া—এই মুহূর্তে প্রিমিয়ার লিগের সবচেয়ে নির্ভরযোগ্য গোলকিপারদের একজন।