দ্য ওয়াল ব্যুরো: মথুরায় দুই আধ্যাত্মিক গুরুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বলিউড অভিনেত্রী দিশা পাটানির (Disha Patani) বাড়ির সামনে গুলি চলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, দিশার দিদি খুশবু পাটানি নাকি সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন। সেই ক্ষোভ থেকেই এই গুলি চালানো হয়েছে বলে দাবি। ইতিমধ্যেই গোল্ডি ব্রার ও রোহিত গোদারা সোশ্যাল মিডিয়ায় ঘটনার দায় স্বীকার করেছেন। তবে পুলিশ এখনো তদন্ত চালাচ্ছে।