দ্য ওয়াল ব্যুরো: জন আব্রাহাম তাঁর আসন্ন সিনেমা 'দ্য কাশ্মীর ফাইলস' এবং 'ছাভা' নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। জন এই দুটি ছবিকে 'ডানপন্থী আদর্শের' সিনেমা হিসেবে উল্লেখ করে বলেছেন যে, এই ধরনের ছবি সমাজের জন্য ভাল নয়। তিনি আরও দাবি করেন, 'অতি-রাজনৈতিক পরিবেশে' মানুষের মনকে প্রভাবিত করার উদ্দেশ্যেই এই ধরনের ছবি তৈরি করা হয়।