দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান। ‘জওয়ান’ ছবির জন্য তাঁর এই সম্মানিত হওয়া নিয়ে একদিকে যেমন অনুরাগীদের উচ্ছ্বাস, অন্যদিকে তেমনই উঠছে নানা প্রশ্নও। অনেকেই বলছেন, এই পুরস্কারটা তাঁর আগেই পাওয়া উচিত ছিল, হয়তো ‘স্বদেশ’-এর মতো ছবির জন্য। আবার অনেকেই খোঁচা দিচ্ছেন, ‘জওয়ান’ আদৌ কি জাতীয় পুরস্কারের যোগ্য?