দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ আজ ৪০তম বছরে পা রাখলেন। দিনটি তিনি কাটাচ্ছেন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সঙ্গে, আর দেশ-বিদেশের অসংখ্য ভক্ত সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তাঁর টাইমলাইন।
দ্য ওয়াল ব্যুরো: কয়েকদিন আগে অভিনেতা ফয়জল খান তাঁর পরিবার, বিশেষ করে ভাই ও বলিউড সুপারস্টার আমির খানের বিরুদ্ধে তোলেন বিস্ফোরক অভিযোগ। দাবি করেন, এক বছর ধরে তাঁকে বাড়িতে আটকে রাখা হয়েছিল এবং পরিবারের পক্ষ থেকে বলা হয়েছিল, তিনি স্কিজোফ্রেনিয়ায় ভুগছেন। এবার সেই অভিযোগের জবাবে পরিবার প্রকাশ্যে আনল আনুষ্ঠানিক বিবৃতি, যেখানে স্পষ্ট জানানো হয়েছে—ফয়জলের সমস্ত দাবি ভিত্তিহীন।
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় অমিতাভ বচ্চনের সঙ্গে পরভিন ববির প্রেম নিয়ে উত্তাল ছিল বলিউড। কিন্তু সেই পরভিন ববিই বাদ পড়লেন ‘সিলসিলা’ থেকে, যে ছবিটি আদতে এক বহির্বিবাহ সম্পর্কের গল্প বলত। প্রশ্ন ওঠে— কেন? আর তখনই সামনে আসে মানসিক অসুস্থতার প্রসঙ্গ।
১৯৮১ সালে ‘সিলসিলা’ তৈরির সময়, শুরুতে পরিচালক যশ চোপড়া এই ছবির জন্য পরভিন ববি ও স্মিতা পাটিলকে কাস্ট করেছিলেন। কিন্তু পরে তাঁদের বদলে নেওয়া হয় রেখা ও জয়া বচ্চনকে। বলিপাড়ায় গুঞ্জন, এই পরিবর্তনের পিছনে নাকি ছিলেন অমিতাভ বচ্চন নিজেই।
দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা ও আমির খানের ভাই ফয়জল খান সম্প্রতি চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন—কয়েক বছর আগে তাঁকে মুম্বইয়ের বাড়িতে এক বছরেরও বেশি সময় আটকে রেখেছিলেন আমির খান। পিঙ্কভিল্লাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফয়জল জানান, তাঁর পরিবার দাবি করেছিল তিনি স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত, ‘মানসিক ভারসাম্যহীন’ এবং সমাজের জন্য বিপজ্জনক।
ফয়জলের বক্তব্য অনুযায়ী, সেই সময় তিনি মনে করেছিলেন যেন এক ভয়ঙ্কর চক্রব্যূহে আটকা পড়েছেন। "আমাকে বলা হচ্ছিল আমি মানসিকভাবে অসুস্থ, বিপজ্জনক। পুরো পরিবার আমার বিপক্ষে চলে গিয়েছিল। আমি ভাবছিলাম, কীভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাব," বলেন ফয়জল।
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান। ‘জওয়ান’ ছবির জন্য তাঁর এই সম্মানিত হওয়া নিয়ে একদিকে যেমন অনুরাগীদের উচ্ছ্বাস, অন্যদিকে তেমনই উঠছে নানা প্রশ্নও। অনেকেই বলছেন, এই পুরস্কারটা তাঁর আগেই পাওয়া উচিত ছিল, হয়তো ‘স্বদেশ’-এর মতো ছবির জন্য। আবার অনেকেই খোঁচা দিচ্ছেন, ‘জওয়ান’ আদৌ কি জাতীয় পুরস্কারের যোগ্য?
দ্য ওয়াল ব্যুরো: সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'স্পিরিট' ছবি থেকে সরে দাঁড়িয়েছেন দীপিকা পাড়ুকোন। কারণ একটাই, দীপিকা দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং করতে চাননি, আর পরিচালকের সঙ্গে সেই নিয়েই মতবিরোধ তৈরি হয়। এই ইস্যু ঘিরে ইতিমধ্যেই বলিউডে শুরু হয়েছে বিতর্ক। কেউ দীপিকার পক্ষে, কেউ আবার কাজের নীতি নিয়ে প্রশ্ন তুলছেন।
এই পরিস্থিতিতে দীপিকার পাশে দাঁড়ালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুবিনা দিলাইক। ‘বিগ বস ১৪’ বিজয়ী ও ‘ছোটি বাহু’, ‘সাস বিনা শাশুরাল’-এর মতো হিট সিরিয়ালে অভিনয় করে পরিচিতি পাওয়া রুবিনা এবার ৮ ঘণ্টার শিফট ঘিরে নিজের মতামত স্পষ্ট করে দিলেন।
দ্য ওয়াল ব্যুরো: ওয়ার্ক-লাইফ ব্যালেন্স কি এখন বলিউডে নতুন টপিক? দীপিকা পাড়ুকোনের ‘স্পিরিট’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা এবার ছড়িয়ে পড়েছে বলিপাড়ার অন্দরে। শোনা গিয়েছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিতে ৮ ঘণ্টার শুটিংয়ের স্পষ্ট শর্ত দিয়েছিলেন দীপিকা। কিন্তু সেই দাবি মানতে নারাজ ছিলেন পরিচালক। ফলে কাজ ছেড়ে দেন দীপিকা। আর সেই জায়গা দখল করেন তৃপ্তি দিমরি।
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন অভিনেত্রী সুরভিন চাওলা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের সবচেয়ে কঠিন অধ্যায়ের কথা জানালেন তিনি, যেখানে কাস্টিং কাউচ এবং প্রতিনিয়ত ‘না’ বলার ফলে একের পর এক কাজ হাতছাড়া করতে হয়েছিল তাঁকে।
''সুরভিন বললেন, “একটা সময় ছিল যখন চারপাশটা নোংরা হয়ে উঠেছিল। মনে হতো, আর ভাল লাগছে না। মনে হত, আর করতে চাই না এই কাজটা।” অভিনেত্রীর কথায় স্পষ্ট, কীভাবে প্রতিদিন শিল্পজগতের অস্বাস্থ্যকর দিকগুলোর মুখোমুখি হতে হচ্ছিল তাঁকে, বিশেষত যখন তিনি আপোষ না করার সিদ্ধান্ত নেন।
দ্য ওয়াল ব্যুরো: ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি ছবি হঠাৎ করেই বলিউডে তৈরি করেছিল বিতর্ক ও সাফল্যের এক দ্বৈত অধ্যায়। ‘হেট স্টোরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় পার্ট—‘হেট স্টোরি ৩’। প্রেম, প্রতিশোধ ও সাহসিকতার মিশেলে তৈরি এই ইরোটিক থ্রিলার দর্শকমনে যেমন উত্তেজনা ছড়িয়েছিল, তেমনই তোলপাড় করেছিল সিনে মহল। বিশাল পান্ডা পরিচালিত এই ছবির কেন্দ্রে ছিল ব্যবসায়ী পরিবার দেওয়ানদের গল্প। ভাইয়ের মৃত্যুর পর ব্যবসার দায়িত্ব নেয় আদিত্য দেওয়ান (শারমন জোশী)। স্ত্রী সিয়া (জারিন খান) পাশে থেকে সাহায্য করে তাকে। তবে তাদের ব্যবসায় হঠাৎ হানা দেয় ধনী ও রহস্যময় এক শিল্পপতি সৌরভ সিংহানিয়া (করণ সি
দ্য ওয়াল ব্যুরো: বহুদিন আগেই বলিউডের দুনিয়া ছেড়েছেন তিনি। এখন তাঁর পরিচিতি শুধুই আন্তর্জাতিক মঞ্চে—গ্লোবাল আইকন, নিক জোনাসের স্ত্রী, হলিউডের সফল অভিনেত্রী ও প্রযোজক। তবে প্রিয়াঙ্কা চোপড়াকে কি আবারও দেখা যাবে ভারতীয় ছবির পর্দায়? বলিউডে নয়, শোনা যাচ্ছে দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির নতুন প্রজেক্টেই নাকি ফিরতে পারেন প্রিয়াঙ্কা।
বলিউডে তাঁর পথচলা যে একেবারেই মসৃণ ছিল না, তা বহুবারই প্রকাশ্যে বলেছেন প্রিয়াঙ্কা। একদিকে মিস ওয়ার্ল্ড-এর মুকুট, অন্যদিকে হিন্দি ছবির পরিচালকদের কুপ্রস্তাব—সব মিলিয়ে শুরুর দিনগুলো ছিল দুঃসহ।