দ্য ওয়াল ব্যুরো: 'রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি,' কাঙালের ধন শুধু চুরি হল, তা নয়, যেটুকু ছিল সেই সম্বলটুকুও মিলিয়ে গেল পঞ্চভূতে। এমন নৃশংস ঘটনার নিদর্শন ইতিহাসের পাতায় থাকলেও বাস্তবে আজকাল দেখা যায় না খুব-বেশি। তাই অন্ধ্রপ্রদেশের এই ঘটনা বিরল।