দ্য ওয়াল ব্যুরো: বিহার বিধানসভা ভোটের (Bihar Election 2025) গণনা শুরু হয়ে গেল। বিহার বিধানসভায় মোট ২৪৩টি আসন রয়েছে। সব কটি আসনেই গণনা শুরু হয়ে গিয়েছে। মোটামুটি ভাবে সকাল ১১টার মধ্যে ফলাফলের (Bihar Election Result) ট্রেন্ড অনেকটাই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তার আগে দেখে নেওয়া যাক এবার বিহার নির্বাচনের অঙ্কটা ও বিশেষ কিছু পরিসংখ্যান (Bihar Election Highlights)।
বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ (Bihar Election 2025 Highlights)