দ্য ওয়াল ব্যুরো: বাজবলের (Bazball) পাঠশালা ড্র করতে শেখায় না। হয় করো, নয়তো মরো। হয় জেতো নয় হারো। এই বাইনারির বাইরে তৃতীয় সম্ভাবনা ছেঁটে ফেলেছেন নয়া কিসিমের আগ্রাসী ক্রিকেট, যাকে সংবাদমাধ্যম ‘বাজবল’ আখ্যা দিয়েছে, তার উদগাতা ব্রেন্ডন ম্যাকালাম (Brendon Mccullum)।