দ্য ওয়াল ব্যুরো: সিএফএল (CFL) ডার্বি নিয়ে অনিশ্চয়তা কাটল। কল্যাণী স্টেডিয়ামে হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল (Mohunbagan-East Bengal) ম্যাচ। তবে এই শনিবার (১৯ জুলাই) নয়। হবে ২৬ জুলাই।
বুধবার আইএফএ (IFA) জানিয়েছিল, শনিবারের ডার্বি নিয়ে নদীয়া পুলিশের পারমিশন পাওয়া যায়নি। এত কম সময়ের মধ্যে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ করতে পারবে না। এরপর আই এফ এর পক্ষ থেকে শুরু হয় তোড়জোড়। তড়িঘড়ি বৈঠকে বসেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।