দ্য ওয়াল ব্যুরো: ভারত–আমেরিকা (India-America) বাণিজ্য চুক্তি নিয়ে আশার কথা শোনালেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। মঙ্গলবার ইন্দো–আমেরিকান চেম্বার অফ কমার্স আয়োজিত ইন্দো–ইউএস ইকোনমিক সামিটে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, “চুক্তি যখন ন্যায়সঙ্গত, ভারসাম্যপূর্ণ ও দু’পক্ষের জন্য লাভজনক হবে, তখনই সুসংবাদ শুনতে পাবেন।”
গোয়েলের দাবি, কোনও অবস্থাতেই কৃষক (Farmers), মৎস্যজীবী থেকে ছোট শিল্প— কাউকে হেলাফেলা করে চুক্তি করা হবে না। তাঁর কথায়, “বাণিজ্য চুক্তি আলোচনার বিষয়। দেশের স্বার্থ, কৃষক–জেলে–ক্ষুদ্র শিল্পের স্বার্থ রক্ষা করেই এগোতে হবে।”