দ্য ওয়াল ব্যুরো: দিল্লির আদালতে (Delhi Court) নজিরবিহীন ঘটনা। শুনানি চলাকালীন (Court Room) আচমকাই এক অভিযুক্ত মুঠোভর্তি ভাত ছুড়ে (Man Throws Rice) দেন মেঝেতে। মুহূর্তেই থমকে যায় বিচারকাজ। উপস্থিত আইনজীবীদের একাংশের দাবি— ঘটনাটির নেপথ্যে কালাজাদু থাকতে পারে। শেষ পর্যন্ত আদালতের শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই অভিযুক্তকে সেদিন আদালত চলা পর্যন্ত কারাবাসের সাজা ও ২ হাজার টাকা জরিমানা শুনিয়েছেন বিচারক।