দ্য ওয়াল ব্যুরো: মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের ভাঙন কবলিত অঞ্চল পরিদর্শনে গিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়লেন মালদহ (Malda) উত্তর কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu)। রবিবার এলাকার সাধারণ মানুষের রোষ গিয়ে পড়ে তাঁর উপর। পশ্চিম রতনপুর, কান্তুটোলা, শ্রীকান্তটোলা, মুলিরামটোলা, জিতুটোলা-সহ বিস্তীর্ণ অঞ্চল ভাঙনের কবলে পড়ে বহু মানুষ ইতিমধ্যেই ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন অন্যত্র। এমন অবস্থায় সাংসদের সামনে সরাসরি ক্ষোভ উগরে দেন স্থানীয়রা।