দ্য ওয়াল ব্যুরো: বিএলও (BLO) এবং সুপারভাইজারদের ন্যূনতম বাৎসরিক বেতন একধাক্কায় প্রায় দ্বিগুণ বেড়েছে। তার ওপর ইতিমধ্যে শুরু হয়েছে তাঁদের বিশেষ ট্রেনিং (Special Training)। স্বভাবতই জল্পনা, বিহারের পর বাংলাতেও হবে এসআইআর (SIR)। শুক্রবার এই প্রসঙ্গে সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal) জানিয়েছিলেন, সাধারণ পদ্ধতিতে ট্রেনিং হচ্ছে, এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে শনিবার তাঁর মন্তব্যে বড় ইঙ্গিত মিলল।