দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা ভোট নিয়ে বৃহস্পতিবার ভবিষ্যদ্বাণী করেছিলেন। ২৪ ঘণ্টার ব্যবধানে এবার দলের কর্মীদের সরাসরি লড়াইয়ের বার্তা দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Charkraborty)। বুথ স্তরের কর্মীদের (BJP, West Bengal) হুঁশিয়ারি দিয়ে জানালেন, রাজনীতির মাঠে মাটি কামড়ে পড়ে থাকতে হবে, নাহলে হার অনিবার্য।
বৃহস্পতিবার হুগলির আরামবাগের দৌলতপুরে বিজেপির জেলা কার্যালয়ে দুটি বিধানসভা কেন্দ্র—আরামবাগ ও গোঘাট—নিয়ে যৌথ কর্মী সম্মেলনে হাজির ছিলেন ‘মহাগুরু’। সেখানেই বিজেপি কর্মীদের উদ্দেশে তাঁর সরাসরি বার্তা, "মার খেয়ে বাড়ি ফিরবেন না, পাল্টা মার দিন।"