দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ে (Mumbai) গিয়ে রহস্যমৃত্যু (Death) চুঁচুড়ার যুবতীর (Chinsurah Woman)! কিছুদিন আগে মুম্বইয়ের একটি যোগাশ্রমে গিয়েছিলেন সঙ্গীতা চক্রবর্তী (Sangeeta Chakraborty) নামের ওই যুবতী। তিনি কারবালার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, একটি বাঁধের জলে স্নান করতে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। এই খবর পেয়ে যুবতীর বাবা দিলীপ চক্রবর্তী আজ ভোরে মুম্বইয়ের উদ্দেশ্য রওনা দেন। যুবতীর মৃত্যুর খবরে কারবালায় শোকের ছায়া।