দ্য় ওয়াল ব্যুরো, কোচবিহার: উত্তমকুমার ব্রজবাসী, নিশিকান্ত দাস, মোমিনা বিবির পর অসম থেকে এনআরসি নোটিস পাওয়ার তালিকায় নাম জুড়ল কোচবিহারের বক্সিরহাট রামপুরহাটের বাসিন্দা দীপঙ্কর সরকারের। জানা গিয়েছে, গত মার্চ মাসে অসম ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে নোটিস পাওয়ার পর ওই যুবক অসমে গিয়ে জমির দলিল ও ভোটের তালিকা দেখিয়েছেন। তবে ফরেনার্স ট্রাইব্যুনাল তাতে সন্তুষ্ট হয়নি। নথি সংগ্রহে কলকাতা, গুয়াহাটিও ছুটে যেতে হয় তাঁকে। এনআরসি নোটিস নিয়ে উদ্বিগ্ন দীপঙ্কর।