দ্য ওয়াল ব্যুরো: "বাংলায় অনেক কিছু হয়েছে। আপনারা হয় তো অনেক কিছুই জানেন না। কারণ এখন একটাই প্রবলেম, নেগেটিভ আর ন্যারেটিভ। পজিটিভিটি আর ক্রিয়েটিভিটির ব্যাপারে কিছুই বলে না।" আলিপুরে চর্ম ও কুটিরশিল্পকেন্দ্র 'শিল্পান্ন'র (Shilpanna) উদ্বোধনী অনুষ্ঠানে বাংলায় কী কী হয়েছে, তার ফিরিস্তি দিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।