দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার রাতে ইলিশের (Hilsa) খোঁজে সুন্দরবন থেকে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল মৎস্যজীবীদের একাধিক ট্রলার। সোমবার চলে এল খুশির খবর। প্রায় ২৫ টন 'রুপোলি শস্য' নিয়ে ফিরে এসেছে সেগুলি। অন্যান্য মাছের পাশাপাশি এত ইলিশও ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে।