দ্য ওয়াল ব্যুরো: মাত্র ১৭ মাস বয়সের ছোট্ট অস্মিকা দাস। মিষ্টি মুখে হাসি থাকলেও শরীরের ভেতর চলছিল নীরব ধ্বংস। বিরল ও ভয়ঙ্কর জিনগত রোগ, স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (SMA টাইপ-১) তার দেহকে নিঃশেষ করে দিচ্ছিল ধীরে ধীরে। অস্মিকার চিকিৎসার জন্য প্রয়োজন ছিল পৃথিবীর অন্যতম ব্যয়বহুল ওষুধ, জোলজেনসমা ইনজেকশন, যার দাম ১৬ কোটি টাকা!