দ্য ওয়াল ব্যুরো: শহরে (Kolkata) ফের শুরু হয়েছে শীতের (Winter) দাপট। বৃহস্পতিবারই মরশুমের সবচেয়ে ঠান্ডা সকাল (Coldest Morning) দেখে নিয়েছে কলকাতা। আজ পারদ নেমে দাঁড়িয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াসে। মাত্র দু’দিনের ব্যবধানে তাপমাত্রা ২০ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রির ঘরে নেমে আসায় শহরবাসী স্পষ্ট শীতের আমেজ টের পেয়েছে।