দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে (West Bengal) এসআইআরের (SIR) কাজ চলছে। তবে এরই মধ্যে এমন এক তথ্য উঠে এসেছে তা চমক দিয়েছে সকলকেই। সিইও দফতর (CEO Office) সূত্রের তথ্য বলছে, মোট ২ হাজার ২০৮টি এমন বুথ পাওয়া গেছে, যেখানে কোনও ফর্মই ফেরত আসেনি। কমিশন মনে করছে, এইসব বুথে নিশ্চয়ই কোনও গন্ডগোল হয়েছে। এই বিষয়টিতেও তৃণমূল কংগ্রেস সরকারের (TMC Govt) অভিসন্ধি দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।