দ্য ওয়াল ব্যুরো: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে সরে যাচ্ছে। এর ফলে ওড়িশাতে নিম্নচাপের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের কারণে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে।