দ্য ওয়াল ব্যুরো: বাংলায় ভোটার তালিকা সংশোধনের (SIR) জন্য ফর্ম জমা নেওয়া শেষ হয়েছে। মঙ্গলবার খসড়া তালিকা (SIR draft list West Bengal) প্রকাশ হবে।
তার আগে কমিশন সূত্রে বলা হচ্ছে, ফর্মে গরমিলের জন্য ১ কোটি ৯০ লক্ষ ভোটারের কাছে নোটিশ পাঠানো হতে পারে। এর মধ্যে রয়েছে আনম্যাপড ৩০ লক্ষও। এতে শুনানির জন্য ডেকে নথি দেখতে চাওয়া হবে। কমিশনের এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজ্যে হুলস্থূল পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে প্রশাসনের।
#REL