দ্য ওয়াল ব্যুরো: প্রিমিয়ার লিগের শনিবার ইংল্যান্ডের তিন প্রান্তে তিন গল্প। অ্যানফিল্ডে লিভারপুলকে (Liverpool) ৩-০ গোলে হারিয়ে চমকে দিল নটিংহ্যাম ফরেস্ট (Nottingham Forest)। বার্নলির (Burnley) মাঠে ২-০ জিতে খেতাব–দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল চেলসি (Chelsea)। আর নিউক্যাসল (Newcastle) ২-১ স্কোরলাইনে জেতায় বিপাকে ম্যানচেস্টার সিটি (Manchester City)।
অ্যানফিল্ডে লজ্জার হার লিভারপুলের